Site icon Jamuna Television

কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার আটক

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ ডা. রেজাউল হক ও তার গাড়ি চালক ধলু মিয়া ফরাজীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার
সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মলেনে এ তথ্য জানান। চট্টগ্রামের লোহাগড়া থেকে
প্রাইেভটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দাউদকান্দি টোলপ্লাজাতে তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ২ টি ব্যাগে থাকা ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৫১ লাখ টাকা।

আটককৃত ডাক্তার রেজাউল হক উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

Exit mobile version