Site icon Jamuna Television

‘চোখের জলে নয়, হাসি মুখে ঋষিকে মনে করুন’, পরিবারের শোকবার্তা

ঋষি কাপুরের পরিবারের বার্তা

মারা গেলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে এক বড় ধাক্কা নাড়িয়ে দেয় পুরো বলিউডকে। ইরফান খানের মৃত্যুশোক থেকে বেরোনোর আগে ফের মৃত্যুর ছায়া ঘিরে ধরল। মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। তার পরিবারের তরফে মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছে-

“আমাদের প্রিয় ঋষি কাপুর আজ সকাল ৮.৪৫-এ শান্তিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টানা দু’বছর লিউকেমিয়ার সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে গেছেন তিনি। হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত ওদের মাতিয়ে রেখেছিলেন ঋষি। গত ২ বছর চিকিৎসা চলাকালীনও সবসময়ে হাসিখুশি ছিলেন, জীবনকে প্রাণ ভরে উপভোগ করতেন। পরিবার, বন্ধু, খাওয়াদাওয়া, সিনেমাই ছিল তার জীবনের ফোকাস। এই সময়ে যারাই ঋষির সঙ্গে দেখা করেছেন অবাক হয়ে গিয়েছেন লড়াকু মনোভাব দেখে। রোগ ঋষির মনে ভয় ঢোকাতে পারেনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের যে ভালোবাসা তিনি পেয়েছেন তার জন্য সব সময়ে কৃতজ্ঞ ছিলেন। মৃত্যুর পর চোখের জল নয়, ঋষিকে হাসি মুখে মনে করলেই সবচেয়ে বেশি খুশি হবেন। ব্যক্তিগত এই শোকের মধ্যেও আমরা সবাইকে একটাই অনুরোধ করব, সারা দুনিয়া যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা মাথায় রাখবেন এবং আইন অনুযায়ী চলবেন। উনিও তাই চাইতেন।”

Exit mobile version