Site icon Jamuna Television

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪ করোনা রোগী, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৩৮ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, সব রাজ্য মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬২ জন। মোট মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩ হাজার ৫৪৬ জন।

বুধবার দেশটিতে এক হাজার ৮৭৩ জন নতুন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৯ জন। তার আগের দিন একদিনে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৫৬১ এবং মারা যান ৫৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু সংখ্যা আগের সব দিনের রেকর্ড ভেঙেছে।

আক্রান্ত ও মৃত্যু দুটোতে শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। এরপর গুজরাট। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। মৃত্যুও সবার চেয়ে বেশি এই রাজ্যে। ৪০০ ছাড়িয়ে গেছে। গুজরাটে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। মৃত্যুর সংখ্যা ২০০ জন।

এমন পরিস্থিতিতে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে দেশটির মন্ত্রিপরিষদে আলোচনা চলছে।

Exit mobile version