Site icon Jamuna Television

জামালপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের মনববন্ধন ও অবস্থান কর্মসূচি

শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী।

স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জিল বাংলা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

মিল গেইটে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিচু মিয়া ও সাধারণ সম্পাদক রায়হান রহমানসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তিন মাস ধরে কারখানার প্রায় ১ হাজার শ্রমিক-কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ।

বেতন ভাতা বকেয়া থাকায় বর্তমানে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে তাদের তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।

অবশ্য পরে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক-কর্মচারীরা।

Exit mobile version