Site icon Jamuna Television

বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর

করোনা দুর্যোগকালে মহাবিপাকে পড়েছেন দেশের দিনে আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। তার দেখানো পথে হাঁটছেন আরও অনেক ক্রিকেটার। প্রিয় ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন তারা।

এবার সিনিয়রদের অনুসরণ করলেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

বৃহস্পতিবার ফেসবুকে আকবর লিখেছেন, নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনা সংকটকালে এর দুটি স্মারক (ফাইনাল ম্যাচের জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। এ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।

বিশ্বকাপজয়ী টাইগাররা ইতিমধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। দলীয় কাপ্তান হিসেবে জার্সি ও গ্লাভস নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে জাতির ক্রান্তিকালে যুবাদের যেন সামনে থেকেই নেতৃত্ব দিতে চাইলেন ‘সম্রাট’ আকবর।

Exit mobile version