Site icon Jamuna Television

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে সেরেনা উইলিয়াম ও তার কন্যা

টেনিস তারকা সেরেনা উইলিয়াম ও তার চার বছরের কন্যা অ্যালেক্স ওহনিয়েনকে এবার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে।  আর এটাই ভোগ ম্যাগাজিনের ইতিহাসে রেকর্ড। কেননা চার বছরের কন্যা আলেক্স হবে ভোগ ম্যাগাজিনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোন প্রচ্ছদ তারকা। গতমাসে ছবিটি তোলা হয়। আর ২০১৮ সালের ফেব্রুয়ারির সংখ্যায় এই ছবি দেখা যাবে। ছবিতে দেখা যাবে সেরেনা উইলিয়ামকে লাল পোশাকে কন্যাকে আদরের সাথে বুকে ধরে আছেন। এই্ সংখ্যায় সেরেনা পরিবারের ও স্বামীর সাথেও কিছু এক্সক্লুসিভ ছবি দেখা যাবে।

টিবিজেড/

Exit mobile version