Site icon Jamuna Television

ইফতারে প্রাণ জুড়াবে ডাব পুদিনার শরবত

ইফতারে প্রাণ জুড়াবে সুস্বাদু ঠাণ্ডা শরবত। রোজা ভাঙার পর যা রোজাদারদের কাছে হয়ে উঠবে তৃষ্ণার শান্তি। ইফতারে খেতে পারেন ডাব পুদিনার শরবত।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ডাব পুদিনার শরবত-

ডাব পুদিনার শরবত

যা লাগবে

বড় ডাব ১টি (শাঁসসহ), পুদিনাপাতা কুচি করা আধা চা চামচ, বিট লবণ সামান্য, চিনি সামান্য, ডাবের শাঁষ ২ টেবিল চামচ, পাতলা করে কেটে নেয়া। বরফ টুকরো কয়েকটি।

যেভাবে করবেন

ডাবের পানির সঙ্গে অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এর পর ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচির সঙ্গে পরিবেশন করুন।

Exit mobile version