Site icon Jamuna Television

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করলো জার্মানি

লেবাননের ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে জার্মানি। দেশটি সংগঠনটিকে নিষিদ্ধও করেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে এর আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আরব রাষ্ট্রগুলো, ইসরায়েল, কানাডা, বৃটেন ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

এ ঘোষণার পর জার্মানিতে বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থে বিভিন্ন যুদ্ধ ও হামলায় জড়িত ছিল সংগঠনটি।

জার্মানির নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, দেশটিতে প্রায় ১০৫০ জন হিজবুল্লাহর সঙ্গে জড়িত রয়েছেন। তাদের সবাইকেই গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Exit mobile version