Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৪৫ দিনে করোনায় ২২২ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও একজন প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির পাঁচ রাজ্যে গেল ৪৫ দিনে মারা গেছেন ২২২ জন বাংলাদেশি।

বৃহস্পতিবার মারা যাওয়া নারী, রাশিদা আহমেদ মুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাসিন্দা ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশির মধ্যে ২০৩ জনই নিউইয়র্কের। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।

Exit mobile version