Site icon Jamuna Television

সন্দেহভাজন করোনা রোগীর ভর্তি বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

সন্দেহভাজন করোনা রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সন্দেহভাজন রোগীকে কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত আদেশে এ কথা জানানো হয়েছে।

দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতালের উদ্দেশে স্বাস্থ্য অধিদফতর এই আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে তাকে ভর্তি করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে ওই রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সম্পর্কিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত নম্বরগুলোর যে কোনোটি ফোন করে তার চিকিৎসা বা ভর্তির সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে ওই রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।

এতে মহাপরিচালকের সম্মতির রয়েছে বলেও অফিস আদেশে বলা হয়েছে।

সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কোভিড-১৯ এর হট লাইন নম্বরসমূহ:

01313791130, 01313791138, 01313791139, 01313791140.

Exit mobile version