Site icon Jamuna Television

চীনা ল্যাবরেটরিতেই করোনাভাইরাসের উৎপত্তি: ট্রাম্প

চীনা ল্যাবরেটরিতে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জানিয়েছিলেন ভাইরাসটি ‘মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত’ নয় বলে তারা নিশ্চিত হতে পেরেছে। খবর বিবিসি।

তবে ভাইরাসটি ল্যাবে তৈরি হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে চীন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন: “এখন পর্যন্ত আপনি কি এমন কিছু দেখতে পারছেন যা থেকে দৃঢ়ভাবে মনে হয় যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাসের উৎপত্তি?”

“হ্যা, আমি দেখেছি,” নির্দিষ্ট করে কিছু না জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত কারণ তারা চীনের গণযোগাযোগ সংস্থার মত ভূমিকা পালন করেছে।”

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যখন নিজের মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, “এ বিষয়ে বিস্তারিত বলার অনুমতি নেই আমার।”

সাংবাদিকদের তিনি আরও বলেন, “তারা (চীন) ভুল করেছে, নাকি এটি ভুল করে শুরু হয়ে যাওয়ার পর তারা ভুল পদক্ষেপ নিয়েছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু করেছে, তা আমরা জানি না।”

Exit mobile version