Site icon Jamuna Television

পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি বিরোধী অভিযান

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। ছয় তলা ভবনটির পাঁচ তলায় জঙ্গিদের আস্তানা রয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলা নামে একটি বাসায় রাত থেকে এ অভিযান শুরু হয়। ভেতর থেকে জঙ্গিরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই জন র‌্যাবের সদস্য আহত হয়েছেন বলে জানান মুফতি মাহমুদ খান।

র‌্যাবের এই অভিযানে বাড়িতে থাকা তিন জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানান মহাপরিচলাক বেনজীর আহমেদ। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে র‌্যাব। তার নাম জাহিদ। বাকি দুই সদস্যদের নাম জানা যায়নি।

এমাসে ৪ জানুয়ারি বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা। তারা কোন জঙ্গি গোষ্ঠির সদস্য তা এখন নির্ণয় করতে পারেনি র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক এবং তত্ত্বাবধায়ক কে আটক করেছে পুলিশ। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে কাজ করছে র‌্যাবের বোমা নিষ্ত্রিয়করণ দল।

তবে ওই আস্তানায় কতজন জঙ্গি আছে তা এখনই নিশ্চিত না র‌্যাব।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version