Site icon Jamuna Television

আজ ঢাকায় মানুষের চলাচল তুলনামূলক কম

রাজধানীর সড়কগুলোতে আজ মানুষের চলাচল তুলনামূলক কম। তবে, শারীরিক দূরত্ব মানার ব্যপার তাদের উদাসীনতা রয়েছে।

শুক্রবার সকাল থেকে বৃষ্টি থাকায় সাধারণের চলাচল কম দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। তবে, রাজধানীর প্রবেশপথ গুলোতেও ছিল মানুষের উপস্থিতি।

চেকপোস্টে নানা প্রশ্নের পরই কেবল ঢুকতে দেয়া হচ্ছে। যারা কারণ ছাড়া বের হচ্ছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে জনগুরুত্বপূর্ণ ও সেবা সংস্থা এবং রপ্তানিমুখী গার্মেন্টেস প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে ।

Exit mobile version