Site icon Jamuna Television

যুক্তরাজ্যের আকাশে দেখা গেলো জোড়া রংধনু

যুক্তরাজ্যের আকাশে দেখা মিলেছে জোড়া রংধনুর। দক্ষিণ পশ্চিম লন্ডনের চেলসি হারবারে এ বিরল দৃশ্যের দেখা মিলেছে বৃহস্পতিবার বিকেলে।

যদিও এই জোড়া রংধনু উপভোগ করতে বাসার বাইরে যাওয়ার অনুমতি মেলেনি স্থানীয় বাসিন্দাদের। তবে মাত্র একজন বাসিন্দা অনুমতি পেয়েছেন আবহাওয়ার এই বিরল দৃশ্যের ভিডিও ধারণের। জোড়া রংধনুর এই ঘটনাকে দেশটির স্বাস্থ্যকর্মীদের প্রতি সহায়তা ও সংহতির প্রতীক হিসেবে ধরা হচ্ছে। কারণ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটির স্বাস্থ্যকর্মীদের অভিবাদন জানাতে শুরু হয়েছে বিশেষ হাততালি।

করোনা মহামারীর সম্মুখ যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে ক্ল্যাপ ফর কেয়ারার।

Exit mobile version