Site icon Jamuna Television

মেসির জোড়া গোলে শেষ আটে বার্সা

লিওনেল মেসির জোড়া গোলে ফিরতি ম্যাচে সেল্টা ভিগোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফলে দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে কোপা দেলরের শেষ আট নিশ্চিত করলো দলটি।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের ১৩ মিনিটেই বার্সেলোনাকে লিড এনে দেন দলের সুপারস্টার লিওনেল মেসি। মিনিট দুয়েকের মাথায় এই আর্জেন্টাইন জাদুকরের দ্বিতীয় গোলে ব্যবধানটাও দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা। এরপর ২৮ ও ৩১ মিনিটে জর্ডি আলবা ও লুইস সুয়ারেজের পরপর দুই গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানের লিড বার্সেলোনার। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়লে হ্যাটট্রিক করা হয়নি লিওনেল মেসির। তবে ম্যাচের শেষদিকে ইভান রাকিটিকের গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

লা লিগার পর স্পেনের দ্বিতীয় জনপ্রিয় টুর্নামেন্টের শেষ আটে আরও উঠেছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্পানিওল ও লেগানেস।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version