Site icon Jamuna Television

নাখালপাড়ায় জঙ্গি বিরোধী অভিযানে নিহত ৩

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে র‌্যাব।

র‌্যাবের এই অভিযানে বাড়িতে থাকা তিন জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানান মহাপরিচালক বেনজীর আহমেদ। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। জাহিদ নামের একজনের জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে চলতি মাসের ৪ তারিখ বাসা ভাড়া নেয় তিন যুবক। তবে জাতীয় পরিচয়পত্র ভুয়া হওয়ার সম্ভবনা বেশি বলে ধারণা র‌্যাবের মহাপরিচালকের।

তাদের মধ্যে এক সদস্যের গায়ে আত্মহত্যার ভেস্ট পরা আছে। এটি নিষ্ক্রিয় করতে সকাল থেকে কাজ শুরু করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলা নামে একটি বাসায় রাত ২টা থেকে জঙ্গি বিরোধী অভিযান চালায় র‌্যাব। ছয় তলা ভবনটির পাঁচ তলায় জঙ্গিরা র‌্যাবের অবস্থান টের পেয়ে ভেতর থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই জন র‌্যাবের সদস্য আহত হয়েছেন বলে জানান র‌্যাবের এর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

 

তারা কোন জঙ্গি গোষ্ঠির সদস্য তা এখন নির্ণয় করতে পারেনি র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক এবং তত্ত্বাবধায়ক কে আটক করেছে পুলিশ।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version