Site icon Jamuna Television

ভারতে লকডাউন বাড়লেও খুলছে মদের দোকান

সংগ্রহীত ছবি

করোনার বিস্তার ঠেকাতে আরেক দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে। কিন্তু মেয়াদ বৃদ্ধির পাশাপাশি অ্যালকোহল প্রেমিদের জন্যে খুলে দেয়া হয়েছে মদের দোকান।

কলকাতা ২৪ জানায়, মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে তবে শর্ত সাপেক্ষে। তবে এই ছাত্রপত্র দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রিন জোনে থাকা জেলাগুলোর জন্যেই। মন্ত্রণালয়ের তরফে এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মদের দোকান এবং পানের দোকান খোলা যাবে, তবে সেটা শুধুমাত্র গ্রিন জোনে।

এদিকে মদের দোকানে যাতে ভিড় না হয় সেটা অবশ্যই দোকানদারকে নিশ্চিত করতে হবে বলে মন্ত্রণালয়ের নির্দেশিকাতে জানানো হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে যে, দোকানদারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পরস্পরের মধ্যে যে অবশ্যই ছয় ফুটের দূরত্ব বজায় থাকবে।

Exit mobile version