Site icon Jamuna Television

এমপি হোস্টেলের ৪ নম্বর ভবনে প্রবেশে কড়াকড়ি

ছবি: মানিক মিয়া এভিনিউস্থ ন্যাম ভবন।

সংসদ সদস্য শহীদুজ্জামানের করোনা আক্রান্তের খবরে ওই ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এমপি হোস্টেলের ৪ নম্বর ভবনে বসবাস করেন তিনি। করোনা পজেটিভ হলেও তিনি এখনো ন্যাম ভবনের বরাদ্দ করা ফ্লাটেই আছেন।

শুক্রবার রাত থেকে ওই ভবনে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান।

দেশে এই প্রথম কোনো এমপি করোনায় আক্রান্ত হলেন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর ছাড়া তেমন কোন উপসর্গ দেখা যায়নি।

Exit mobile version