Site icon Jamuna Television

১৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শ্রীপুরের তুলার গুদামের আগুন

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট শনিবার সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় শুক্রবার দুপুরে ভিয়েলাটেক্স লিমিটেড (ইউনিট-২) নামের কারখানার তুলার গুদামের আগুন ১৮ ঘণ্টা পর শনিবার ভোর ৬টা দশ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিস (টঙ্গী জোন) এর উপ-সহকারী পরিচালক মানিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি। এ ঘটনায় তিন জন আহত হয়েছে, আহতরা হলেন কারখানার শ্রমিক মো. ফারুক (৫৫), মো. রমজান আলী (৩৫) এবং মুজিবুর রহমান (৪২)।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুর একটার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নেভানোর এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে গুদামের দক্ষিণ পাশের দেয়াল ধ্বসে পড়ে।

Exit mobile version