Site icon Jamuna Television

সুইডেনে নিখোঁজ পাকিস্তানি সাংবাদিকের লাশ উদ্ধার

পাকিস্তানি সাংবাদিক সাজিদ হোসেন

সুইডেনে নিখোঁজের দুই মাস পর পাকিস্তানি সাংবাদিক সাজিদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২রা মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। হঠাৎ ২৩শে এপ্রিল তার মৃতদেহের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ।

সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ওই সাংবাদিক হত্যার হুমকি পেয়ে ২০১২ সালে পাকিস্তান ছাড়তে বাধ্য হন। তখন থেকেই সুইডেনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বেলুচিস্তান টাইমসের প্রধান এ সম্পাদক। ওই ম্যাগাজিনে তিনি মাদক পাচার, জোরপূর্বক গুম এবং দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহ নিয়ে লেখালেখি করতেন। খবর গার্ডিয়ানের।

সাংবাদিকের স্ত্রী শেহনাজ সাংবাদিকদের বলেন, তার স্বামীকে পাকিস্তানের গোয়েন্দারা হত্যা করেছে। এর আগেও কয়েক দফা তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

সুইডেনের পুলিশ বলছে এখন পর্যন্ত তাকে হত্যার কোন আলামত তারা পাননি। ২রা মার্চে তিনি নিখোঁজ হন। পুলিশ বলছে, তার সর্বশেষ অবস্থান স্টকহোমে দেখা গেছে।

৩৯ বছর বয়সী ওই সাংবাদিক স্টকহোম থেকে আপসালা যাচ্ছিলেন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Exit mobile version