Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ঘাটে বৃষ্টি উপেক্ষা করে শ্রমজীবী মানুষের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গেল কয়েকদিনের তুলনায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে আজ শ্রমজীবী মানুষদের চাপ কম লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই এই রুটে ফেরির মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন তারা। তবে গণপরিবহন বন্ধ থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা।

তারমধ্যে গুড়ি-গুড়ি বৃষ্টিতে অনেক কষ্টে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছেন শ্রমজীবী মানুষরা।

মাওয়া নৌপুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বর্তমানে এই নৌরুটে ৬টি ফেরি চলাচল করছে। গেল কয়েকদিনের তুলনায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের চাপ অনেক কম। ফেরিগুলোতে কম উপস্থিতি গার্মেন্টস ও বিভিন্ন বেসরকারি কোম্পানির চাকরিজীবীদের।

তিনি আরো জানান, গণপরিবহন না থাকায় শ্রমজীবী মানুষের বেশ ভোগান্তি হচ্ছে। তারা মিশুক, সিএনজি চালিত অটোরিকশা দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছে।

Exit mobile version