Site icon Jamuna Television

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে শ্রেষ্ঠত্ব হারাল ভারত। প্রায় চার বছর পর টেস্টের এক নম্বর জায়গা থেকে অধপতন হলো বিরাট কোহলিদের। আইসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়েভারতকে টপকে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। আর তিন নম্বরে নেমে গেল ভারত।

আইসিসির সবশেষ টেস্ট র্যাংকিং অনুসারে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড আর ১১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বিরাট কোহলির ভারত।

তবে টেস্টে তিন নম্বর পজিশনে থাকা ভারত ওয়ানডে ক্রিকেটে আছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ১১৯। আর গত বছরে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ১২৭ পয়েন্টে নিয়ে শীর্ষে রয়েছে। আর টি-টোয়েন্টিতে ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের স্থান তিনে। ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

Exit mobile version