Site icon Jamuna Television

নিখোঁজের দেড় মাস পর উদ্ধার হলেন চিত্র সাংবাদিক কাজল

চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

নিখোঁজের দেড় মাসের বেশি সময় পর যশোরের বেনাপোল থেকে উদ্ধার হলেন চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

রাতে বেনাপোল থেকে কাজলকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি। খবর পেয়ে রাতেই বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছেন কাজলের ছেলে। গেল ১০ মার্চ রাজধানীর হাতিরপুল এলাকায় দৈনিক পক্ষকাল পত্রিকার অফিস থেকে বের হন কাজল। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না তার।

পরে ১৮ মার্চ তাকে অপহরণের অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। তার সন্ধান দাবিতে কয়েক দফা কর্মসূচি পালন করে সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।

Exit mobile version