Site icon Jamuna Television

কেনিয়ায় বন্যার আকস্মিক ঢলে ৫ পুলিশের মৃত্যু

কেনিয়ায় বন্যা। ছবি- ইন্টারনেট

কেনিয়ায় বন্যার আকস্মিক ঢলে প্রাণ গেছে পাঁচ পুলিশ সদস্যের। নিখোঁজ দু’জন। গেলো এক মাসে দেশটিতে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে শতাধিক মানুষের।

জানা গেছে, শনিবার ক্যাম্পে ফেরার পথে ঢলের মুখে পড়ে পুলিশের দলটি। পরে বিধ্বস্ত অবস্থায় তাদের বহনকারী গাড়িটির সন্ধান পায় উদ্ধারকারী দল। এসময় জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

কেনিয়ান রেড ক্রস জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। গৃহহীন হয়েছে ১৮শ’র বেশি পরিবার। দেশটিতে অতিবৃষ্টি আরও বেশ কিছুদিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Exit mobile version