Site icon Jamuna Television

গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ৭ বছরের শিশুকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে আবারো হত্যাকাণ্ড ঘটলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে এবার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে জেলার সরাইলে মো. মহিউদ্দিন নামে ৭ বছরের এক শিশু হত্যার শিকার হয়েছে। এই ঘটনায় মো. কবির নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

হত্যার শিকার শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আটক হওয়া কবির হোসেনের তথ্য মতে রোববার ভোরে বাড়ির পাশের বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে আটক কবির হোসেন প্রাথমিক ভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।

Exit mobile version