Site icon Jamuna Television

আর্থিক সংকট কাটাতে ফুটবলার বিক্রি করবে বার্সেলোনা

আর্থিক সংকট কাটিয়ে উঠতে আর নতুন স্ট্রাইকার কিনতে আটজন ফুটবলার বিক্রি করতে চায় বার্সেলোনা। যে তালিকায় আছেন আতোয়ান গ্রীজম্যান, ওসমান ডেম্বেলে ও লুইস সোয়ারেজ।

এই মৌসুমের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেনে গ্রীজম্যান। কিন্তু ৩৭ ম্যাচে ১৪ গোল করলেও মেসির সাথে রসায়ন না জমায় ফ্রান্সের এই স্ট্রাইকারকে বিক্রি করতে চায় বার্সেলোনা। এছাড়াও ৩৩ বছর বয়সি লুইস সোয়ারেজ, ইনজুরিতে কাতর ওসমান ডেম্বেলে আছে তালিকায়।

বাকি ৫ ফুটবলার হলেন মিডফিল্ডার আরতুরো ভিদাল, ইভান রাকিটিচ, ডিফেন্ডার উমতিতি, নেলসন সেমেডো আর সার্গি রবার্তোকেও ছেড়ে দিতে চায় কাতালান জায়ান্টরা। তবে ক্লাব ছাড়তে মরিয়া ফিলিপ কুটিনিয়োকে নাকি রেখে দিতে চান বার্সার নতুন কোচ সেতিয়েন।

Exit mobile version