Site icon Jamuna Television

করোনাভাইরাসে প্রাণ গেলো আরও এক চিকিৎসকের

আনোয়ার খান মর্ডান হাসপাতালের চিফ হেমাটোলজিস্ট অবসরপ্রাপ্ত কর্নেল অধ্যাপক মোঃ মনিরুজ্জামান

করোনাভাইরাসে প্রাণ গেলো আরও এক চিকিৎসকের। রোববার বিকেলে মারা গেছেন আনোয়ার খান মর্ডান হাসপাতালের চিফ হেমাটোলজিস্ট অবসরপ্রাপ্ত কর্নেল অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।

গত কয়েকদিন ধরেই জ্বর ও বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। গতকাল বিকেলে বেশি অসুস্থ বোধ করলে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় ডাক্তার মনিরুজ্জামানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নমুনা পরীক্ষা কোভিড-১৯ পজেটিভ ফল আসে এই ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্টের। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি।

এর আগে, ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

Exit mobile version