Site icon Jamuna Television

তিন মুসলিম দেশে ৮৫ লাখ টাকা অনুদান দিলেন ওজিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রমজানে তিন মুসলিম দেশ তুরস্ক, সিরিয়া ও সোমালিয়ায় ৮৫ লাখ টাকা অনুদান দিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।

অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তুরস্কের রেডক্রিসেন্টের মাধ্যমে অনুদান দিয়েছেন ১ লাখ ১ হাজার ডলার।

দেশটির আন্দেলো এজেন্সি জানিয়েছে, ৩টি মুসলিম দেশে ইফতার আর সাহরির জন্য ব্যয় করা হবে ওজিলের অনুদানের অর্থ। যার মধ্যে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে গোটা রমজানে। আর সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বন্টন করা হবে অসহায় মানুষের মধ্যে। এছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হবে।

Exit mobile version