Site icon Jamuna Television

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বাসার সামনে পুলিশ কনস্টেবল তোফাজ্জল হোসেনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

রাজধানীতে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের সদস্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মঘাতী পুলিশ সদস্য হলেন বিশেষ শাখার (এসবি) কনস্টেবল তোফাজ্জল হোসেন। খিলগাঁওয়ের একটি ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তিনি সংশয়ে ছিলেন। স্ত্রীর কাছে করোনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

তিনি জানান, সোমবার সকাল পৌণে ৮ টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এরপর বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। পরবর্তীতে বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে খিলগাঁওয়ের ভবনটিতে থাকতেন।

Exit mobile version