Site icon Jamuna Television

পুরুষের আক্রান্ত হওয়ার রহস্য ভেদ ইতালির

নারীর চেয়ে পুরুষের করোনায় বেশি আক্রান্ত হওয়ার রহস্য ভেদ করা গেছে বলে দাবি করেছেন ইতালির বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনাভাইরাস আসলে রোগীদের শরীরে কীভাবে কাজ করে সেই ‘মেকানিজম’ তারা ধরে ফেলেছেন।

বিষয়টির ব্যাখ্যা করে তারা বলছেন, কোভিড-১৯ রোগীদের শরীরে হিমোগ্লোবিনকে ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে রক্তে অক্সিজেন পরিবহনের জন্য লোহিত রক্তকণিকার ক্ষমতাকে ক্ষুণ্ন করে ও ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে।

ফলে তীব্র শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয়। তাদের এই গবেষণা সঠিক হলে করোনভাইরাস সম্পর্কে অনেক অজানা প্রশ্নের সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

যেমন- পুরুষদের দুর্বলতা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণ এবং গর্ভবতী নারী ও শিশুদের কম হারে সংক্রমণের কারণ জানা যাবে।

এছাড়া এই প্রক্রিয়াটি বোঝার ফলে ভাইরাসটির চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকর ওষুধগুলো দ্রুত আবিষ্কার করা যাবে বলেও মনে করা হচ্ছে। জেরুজালেম পোস্ট।

গবেষণা প্রবন্ধটির লেখক ইতালির পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ের ফামোসি অনুষদের শিক্ষক চিউসোলো বলেছেন, সার্স-কোভিড-২ যেটার আনুষ্ঠানিক নাম নভেল করোনাভাইরাস। এটার বেঁচে থাকা এবং বংশ বৃদ্ধির জন্য সম্ভবত পোরফায়ারিনের প্রয়োজন আছে, যেটা হিমোগ্লোবিনে থাকে।

তাই এটি হিমোগ্লোবিনকে আক্রমণ করে। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহনকারী প্রোটিন।

ভাইরাস আক্রমণ করলে এটা কম অক্সিজেন সরবরাহ করে। ফলে দেহে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। ফুসফুসের কোষগুলো সাইটোকাইন ক্যাসকেডের স্থানে পরিণত হয়, এটি ভাইরাসটিকে আটকানোর জন্য প্রচুর পরিমাণে প্রতিরোধ ক্ষমতা ব্যয় করে, যা তীব্র ফুসফুস প্রদাহের জন্য দায়ী। ফলে রোগীর শ্বাসকষ্ট হয়।

Exit mobile version