Site icon Jamuna Television

করোনা দুর্যোগে ত্রাণের দাবিতে রাজশাহী ও রংপুরে বিক্ষোভ

করোনা দুর্যোগকালে ত্রাণের দাবিতে রাজশাহী ও রংপুরে বিক্ষোভ করছে কর্মহীন মানুষরা।

সকালে রাজশাহীর পঞ্চবটি, হাদীর ও কেদুর মোড়ের তিনটি স্থানে সড়ক অবরোধ করে কর্মহীনরা। তাদের অভিযোগ, করোনা মহামারীতে ব্যক্তি কিংবা সরকারি উদ্যোগে কোনরকম খাদ্য সহায়তা পায়নি তারা। তাই পেটের তাগিদে বাধ্য হয়ে নামতে হয়েছে রাস্তায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, ত্রাণের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে অটোরিক্সা ও ভ্যান চালকরা। তাদের অভিযোগ গত দুই মাসে সরকারিভাবে কোনও ত্রাণ সহায়তা পায়নি তারা। কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। তাই বাধ্য হয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করছে তারা।

Exit mobile version