Site icon Jamuna Television

ইরানে খুলে দেয়া হচ্ছে মসজিদ

ইরানে করোনাভাইরাসের ঝুঁকি কম- এমন এলাকাগুলোয় সোমবার থেকে খুলছে মসজিদ। টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

মন্ত্রিসভার এক বৈঠকে জানান, দেশের ১৩২ কাউন্টিতে খুলে দেয়া হবে মসজিদ। তিনি বলেন, সংকট চলাকালে দল বেঁধে নামাজ আদায়ের পরিবর্তে সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি। প্রেসিডেন্ট আবারও স্মরণ করিয়ে দেন, ইসলামেই স্পষ্টভাবে মহামারিতে সুরক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া, মহামারির কারণে দু’মাস সিনেমা হলগুলো বন্ধ থাকার পর, রাজধানীর মিলাদ টাওয়ার কমপ্লেক্সে চলচ্চিত্র দেখানোর বিকল্প ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশটিতে লক্ষ্যনীয়ভাবে কমেছে করোনায় মৃত্যু। দীর্ঘ ৫৫ দিন পর রোববারই সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করলো ইরান, মারা গেছেন ৪৭ জন। দেশটিতে মোট প্রাণহানি ৬ হাজার দুশো; আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছাঁড়ালো।

Exit mobile version