Site icon Jamuna Television

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

ছবি: প্রতিকী

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। সোমবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় দেশে করোনা শনাক্তের সংখ্যা মোট ১০ হাজার ১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৮৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন, মোট মারা গেছেন ১৮২ জন।

আজ সোমবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এর আগে রোববার দেশে ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২ জনের মৃত্যু হয়।

Exit mobile version