Site icon Jamuna Television

অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা শনাক্ত; আইসিইউতে নেয়া হয়েছে

সিএমএইচে মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন। ফাইল ছবি।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা শনাক্ত হয়েছে। তাকে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) মাহবুবুর রহমান কচি জানান, সোমবার অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর যমুনা নিউজকে জানান, সোমবার ২টায় বাবার কোভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

এরআগে, রোববার রাতে ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। একই সময় থেকে তিনিও অসুস্থতায় ভুগছেন।

Exit mobile version