Site icon Jamuna Television

খুলছে শপিংমল; মানতে হবে স্বাস্থ্যবিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামীকাল থেকে সীমিত পরিসরে শপিংমল ও দোকান খোলার কথা জানিয়েছে দোকান মালিক সমিতি। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মার্কেট খোলা রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। যদিও পরবর্তীতে ১০ মে থেকে দোকান-শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত পরিসরে শপিংমল ও দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমূলমসমূহ আবশ্যিকভাবে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।

Exit mobile version