Site icon Jamuna Television

হকিস্টিক দিয়ে পুলিশ কর্মকর্তার কাণ্ড, জনতার বিক্ষোভ

রাজধানীর শ্যামলীতে তুচ্ছ ঘটনার জেরে হকিস্টিক দিয়ে একটি প্রাইভেটকার ভাঙচুর করেছেন এক পুলিশ কর্মকর্তা। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে আদাবর থানা পুলিশের একটি গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

জানা যায়, বিকালে শ্যামলীর রাস্তায় আদাবর থানা পুলিশের একটি গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এর জের ধরে আদাবর থানার এক এসআইয়ের নেতৃত্বে হকিস্টিক দিয়ে ওই প্রাইভেটকারটির সব কাচ ভাঙচুর করা হয়। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version