Site icon Jamuna Television

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় তিন জওয়ান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) টহলে হামলায় অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে। এ হামলায় আরও সাত জন আহত হয়েছে। বলছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

সোমবার কাশ্মিরের হ্যান্ডওয়ারায় সিআরপিএফের টহলে সন্ত্রাসী হামলায় এই প্রাণহানি ঘটে। এর আগে, শনিবার কুপওয়ারায় সন্ত্রাসীদের হামলায় দুই সেনা কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। এছাড়া এনকাউন্টারে দু’জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এদিন সিআরপিএফ টহল বাহিনীর ওপর ভারি গুলিবর্ষণ করে জঙ্গিরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে অন্যান্য বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।

সিআরপিএফের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। আমাদের কয়েকজন জওয়ান হতাহত হয়েছে।

Exit mobile version