Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও দু’জন প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির ছয় রাজ্যে গেল ৪৯ দিনে মারা গেছেন ২৩৩ জন বাংলাদেশি।

শনিবার মারা যাওয়া ব্যক্তিদের দু’জনই নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন হলেন, ৬৬ বছর বয়সী নুরুল ইসলাম শুকুর। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশির মধ্যে ২১১ জনই নিউইয়র্কের। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া আর ম্যাসাচুসেটসের বাসিন্দা ছিলেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।

Exit mobile version