Site icon Jamuna Television

করোনার নতুন উপসর্গ পেশী ও গিঁটে গিঁটে তীব্র ব্যথা

করোনা ভাইরাসের।উৎস, কারণ নিয়ে ক্রমাগত গবেষণা চলছে। এবার গবেষকরা জানালো করোনার নতুন উপসর্গ। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন জানায়, কোভিড-১৯-এর উপসর্গের তালিকায় যুক্ত হয়েছে পেশী ও গিঁটে ব্যথা। ১৪.৮ শতাংশ রোগীর ক্ষেত্রে এই উপসর্গ দেখা দিতে পারে।

জানা যায়, উপসর্গ হিসেবে করোনা রোগীর জ্বর থাকে ৮৭.৯ শতাংশের। শুকনো কাশি থাকে ৬৭.৭ শতাংশের। ক্লান্তি ৩৮.১ শতাংশের ও শ্বাসকষ্ট ১৮.৬ শতাংশের। পেশী ও গিঁটে ব্যথা (মায়ালজিয়া ও আর্থ্রালজিয়া) থাকে ১৪.৮ শতাংশ রোগীর। চীনের ৫৫ হাজার ৯২৪ জন রোগীর ওপর সমীক্ষা চালিয়ে উপসর্গের এই ক্রম তৈরি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তালিকার আরও নীচে আছে গলা ব্যথা ১৩.৯ শতাংশ। মাথা ব্যথা ১৩.৬ শতাংশ এবং কাঁপুনি ১১.৪ শতাংশ।

তবে পেশী ও গিঁটে গিঁটে ব্যথা মানেই কোভিড-১৯ আক্রান্ত নয়। সাধারণ জ্বর-সর্দি, ফ্লুর সাথে কমবেশি পেশী ও গিঁটে ব্যথা থাকে। আনন্দবাজার।

Exit mobile version