Site icon Jamuna Television

ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢামেকের পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।

বাচ্চু মিয়া জানান, ২ মে ঢামেকেই নমুনা পরীক্ষা করান তিনি। পরে সোমবার সন্ধ্যায় তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসএম শামীম বলেন, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।

Exit mobile version