Site icon Jamuna Television

করোনা সুরক্ষায় কোকাবুরা’র বিশেষ পদক্ষেপ

করোনা ভাইরাস থেকে ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিশেষ এক পদক্ষেপ নিয়েছে বল নির্মাতা প্রতিষ্ঠান কোকাবুরা। বলের সাইন ধরে রাখতে বিশেষ এক মোমের প্রলেপ আবিস্কার করেছে অস্ট্রেলিয় প্রতিষ্ঠানটি।

সাধারণত সুইং পেতে বলের সাইন ধরে রাখতে থুথু কিংবা ঘামের সাহায্যে বল পালিশ করে থাকে বোলাররা। যা বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের ঝুকি বাড়াতে পারে ক্রিকেটারদের। তাইতো বলের সাইন ধরে রাখতে বিশেষ মোমের প্রলেপ আবিস্কার করেছে বলে দাবি করছে কোকাবুরা। তবে পুরোপুরিই সাময়িকভাবে।

অস্ট্রেলিয় এই প্রতিষ্ঠানটি বলছে এই মোমের প্রলেপ বৈধভাবে ব্যবহার করে ধরে রাখা যাবে বলের সাইন। তবে একে বৈধতা দিতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বা এমসিসি আর ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিরি অনুমোদন প্রয়োজন।

কোকাবুরা বল আইসিসি ইভেন্ট সহ ব্যবহুত হয় অধিকাংশ দেশে। তবে উইন্ডিজ, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড ঘরের মাঠে দিপাক্ষিক সিরিজ ডিউক আর ভারতে খেলে এসজি বল দিয়ে।

Exit mobile version