Site icon Jamuna Television

পিরিয়ডের সময় ছাত্রীদের নদী পারাপারে মানা!

পিরিয়ড বা ঋতুস্রাব নারীর জীবনে স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই স্বাভাবিক বিষয়কেই অপমানজনক করে তোলা হলো ঘানার স্কুল ছাত্রীদের জন্য।  ঋতুকালীন ছাত্রীদের নদী পার হতে গত মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্থানীয় এক ভূমিপতি। ঘানার আসান্তি এলাকায় এ ঘটনা ঘটে।  খবর বিবিসির।

সংবাদমাধ্যেম সূত্রে জানা যায়, স্কুলছাত্রীরা ঘানার অফিন নদী পার হতে পারবে না এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অথচ এই্ নদী পার হয়েই স্কুলে যেতে হয় ছাত্রীদের। এ নিষেধাজ্ঞার কারণে ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে।

এ ঘটনায় ইউনেস্কোর পিরিয়ড-সচেতনতাবিষয়ক শুভেচ্ছা দূত শামিমা মুসলিম আলহাসান বলেছেন, পিরিয়ডকালীন সময়ে ছাত্রীদের নদী পার হতে না দেওয়া তাদের শিক্ষার অধিকার লঙ্ঘন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে জানা যায়, ঘানার ২৮ মিলিয়ন জনগণের মধ্যে সাড়ে ১১ মিলিয়ন নারী। এদের বেশিরভাগ পিরিয়ডকালীন স্বাস্থ্যসম্মত ন্যাপকিন সুবিধা থেকে বঞ্চিত। ইউনেস্কো’র মতে, ঘানায় ১০ জনের মধ্যে একজন ছাত্রী পিরিয়ডকালীন স্কুলে যায় না।

টিবিজেড/

 

Exit mobile version