Site icon Jamuna Television

এপ্রিল থেকে নতুন ঋণের বিপরীতে থাকবে না সুদ স্থগিত সুবিধা

চলতি বছরের পহেলা এপ্রিল থেকে বিতরণ করা নতুন ঋণের বিপরীতে সরকার ঘোষিত সুদ আরোপ স্থগিতের সুবিধা থাকবে না। এসব ঋণের বিপরীতে যথানিয়মে সুদ আরোপিত হবে এবং গ্রাহকদের কাছ থেকে তা আদায়ও করা যাবে। কেবল ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকদের নামে বিতরণ করা সব ধরনের ঋণের বিপরীতে এপ্রিল ও চলতি মে মাসের সুদ আরোপ স্থগিত থাকবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে এর একটি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী আলোচ্য সুবিধা তারাই পাবেন, যারা ৩১ মার্চের মধ্যেই ঋণ নিয়েছেন। ওইসব ঋণের বিপরীতে এখন যে পরিমাণ স্থিতি রয়েছে তার বিপরীতে এপ্রিল ও মে মাসে কোনো সুদ আরোপিত হবে না। সেগুলো একটি সুদবিহীন ব্লকড অ্যাকাউন্টে নিয়ে রাখা হবে।

সার্কুলারে আরও বলা হয়, ১ এপ্রিল থেকে যেসব গ্রাহক নতুন ঋণ ব্যাংক হিসাব থেকে উত্তোলন করেছেন তারাও আলোচ্য সুবিধা পাবেন না।

Exit mobile version