Site icon Jamuna Television

মাশরাফী ভাইয়ের কাছে জিন আছে: তামিম

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে আসেন বাংলাদেশ দলের বর্তমান ক্যাপ্টেন তামিম ইকবাল আর সেখানে যুক্ত হোন সাবেক ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা। দুজনের আলোচনায় উঠে আসে অনেক স্মৃতিজড়িত কথা।

সেই আড্ডায় তামিম জানান তিনি বিশ্বাস করেন মাশরাফীর কাছে একটি জিন আছে যে জিন বিভিন্ন খেলায় মাশরাফীর সিদ্ধান্তকে সঠিক হিসেবে বাস্তবায়ন করে দেয়।

আড্ডায় মজা করে মাশরাফীর সেই জিনের খোঁজ করে তামিম বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করতাম, আপনার সঙ্গে জিন বা কিছু একটা আছে। আপনাকে যদি মানা করি অফ স্পিনার না দিতে। আপনি ঠিকই অফ স্পিনার এনে উইকেট বের করেন। আমি হয়তো আপনার মতো অধিনায়ক হতে পারব, কিন্তু জিনটা কোত্থেকে আনব?’

আড্ডায় তামিম আরও বলেন, ‘বিপিএলে আপনি ফ্লেচারের সামনে মেহেদীকে বল করতে দেন। আমি মানা করছিলাম কিন্তু আপনি দিয়েছেন। এরপর দ্বিতীয় বলেই উইকেট পেল মেহেদী। রিয়াদ ভাইয়ের ক্ষেত্রেও এমন হয়েছে। আমি বাঁধা দেই, আপনি বলেন, “দাড়া দাড়া”। এখানে ভাইয়ের বিশেষ শক্তি আছে।’

এসময় মাশরাফী বলেন, ‘তুই অধিনায়ক থাকলে হয়তো তখন অফ স্পিনার দিতি না, তাই তো? এটা তোর বিশেষত্ব। আমার মন বলছে, তাই অফ স্পিনার দিয়েছি, এটাই আমার বিশেষত্ব। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি নিশ্চিত যে তুই তোর বিশেষত্ব নিয়েই সফল হবি।’

এ ছাড়া তামিমের ব্যাট নিয়ে মাশরাফির দুষ্টুমির গল্পও বেরিয়ে আসে আড্ডায়। ‘আমাকে ব্যাট দিলে তুই সেঞ্চুরি পাবি’-এই কথা বলে তামিমের দামি ব্যাট বিনা পয়সায় নিয়ে নেন মাশরাফি। মাশরাফিকে ব্যাট দিলে নাকি সত্যি সত্যিই সেঞ্চুরির দেখা পান তামিম!

স্মৃতিচারণ করে তামিম মাশরাফীর কাছে তাদের প্রথম দেখার সময় মনে আছে কিনা জানতে চাইলে মাশরাফী বলেন- তুই হাফপ্যান্ট পরা, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। আমি আর নাফিস তোর বড় ভাই তো বন্ধু। আমরা চট্টগ্রামে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। গিয়ে দেখি দুই তিনজন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলছিস। আমার বাচ্চারা, তোর বাচ্চারা এখন যে গাড়ি নিয়ে খেলে। আমি বললাম, ভাইয়া তুমি ভালো আছো? ‘জ্বী ভাইয়া’ বলতেও তুই লজ্জা পাচ্ছিলি। সেই তামিম এখন বাংলাদেশে ক্যাপ্টেন। নাইস টু সি।

Exit mobile version