Site icon Jamuna Television

করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন, মোট সুস্থ ১৪০৩

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট এক হাজার ৪০৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ৯২৯ । করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮৩ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version