Site icon Jamuna Television

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ হারালো ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ৩৫ লাখ ৬৫ হাজারের বেশি। নতুনভাবে সংক্রমিত ৮২ হাজারের বেশি। একদিনে মারা গেলেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ৬শ’ মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুনভাবে সংক্রমিত ২৭ হাজারের বেশি। মোট আক্রান্ত ১১ লাখ ৮৮ হাজারের বেশি। একদিনে প্রাণহানি প্রায় ১২শ’।

করোনাভাইরাসে ব্রিটেনে প্রাণহানির সংখ্যা এখন প্রায় সাড়ে ২৮ হাজার। একদিনে মারা গেছেন ৩১৫ জন। আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৬শ’। নতুনভাবে সংক্রমিত চার হাজারের ওপর।

ইতালিতে একদিনে মারা গেলেন ১৭৪ জন; মোট প্রাণহানি ২৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ২’লাখ ১১ হাজারের কাছাকাছি। নতুনভাবে শনাক্ত প্রায় ১৪শ’।

স্পেনে প্রাণহানি ২৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দু’লাখ ৪৭ হাজারের বেশি। নতুন সংক্রমিত দেড় হাজারের বেশি। একদিনে ১৬৪ জনের প্রাণহানি।

ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার। একদিনে মারা গেছেন ১৩৫ জন। নতুনভাবে সংক্রমিত ২৯৭জন। মোট আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৭শ’ ছুঁইছুই।

Exit mobile version