Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আবারও বাড়লো প্রাণহানি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আবারও বাড়লো প্রাণহানি। ছবি: প্রতিকী

দু’দিন কিছুটা কমলেও, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আবারও বাড়লো প্রাণহানি। ২৪ ঘণ্টায় মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭৮৬ জন।

নতুন সংক্রমিত আরও ৮১ হাজারের মতো মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছেন দু’হাজারের বেশি, আক্রান্ত সাড়ে ২৪ হাজার। এ নিয়ে দেশটিতে ৭০ হাজারের কোঠা ছাড়ালো প্রাণহানি।

এরমাঝে মার্কিন স্বাস্থ্য অধিদফতরের মুখ্য গবেষক ড. রিক ব্রাইটের অভিযোগ, কোভিড-১৯ ইস্যুকে সরকার পাত্তা না দেয়ার কারণেই এতটা বিস্তার। এদিকে ইউরোপের দেশগুলোয় প্রাণহানি নজিরহীনভাবে কমলেও যুক্তরাজ্যে হঠাৎই বেড়েছে মৃত্যু।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭শ’র কাছাকাছি। এদিকে ব্রাজিলে প্রশাসনিক অসর্তকতায় হু হু করে বাড়ছে প্রাণঘাতী মহামারিটির বিস্তার। মঙ্গলবার ৬শ’র মতো মানুষের মৃত্যু দেখলো লাতিন আমেরিকার দেশটি। মোট আক্রান্ত এক লাখ ১৪ হাজারের বেশি। এখন পর্যন্ত করোনাভাইরাসে গোটা বিশ্বে দু্ই লাখ ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত ৩৭ লাখের বেশি।

Exit mobile version