Site icon Jamuna Television

ভারতের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

প্রস্তাব পেলে ভারতের বোলিং কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

এক সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আক্রমণাত্মক, দ্রুত এবং বলকে কথা বলাতে পারে এমন পেসার তৈরি করতে পারেন তিনি। যা শিখেছেন তা ছড়িয়ে দিতে পারলে খুশি হবেন বলেও মন্তব্য করেন শোয়েব। এখন ভারতের বোলিং কোচ অরুণ। তার চেয়ে নিজেকে যোগ্য দাবি করেছেন শোয়েব আখতার।

ভারতের জাতীয় দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হওয়ারও আগ্রহের কথা জানান শোয়েব।

উল্লেখ্য আইপিলের প্রথম মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই স্পিড স্টার।

Exit mobile version