Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

ইতালিতে পৌঁছে সপরিবারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে গেছেন য়্যুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইতালির সরকার সিরিআ’র ক্লাবগুলিকে অনুশীলন শুরুর অনুমতি দিয়েছে। ফলে অন্যান্য ক্লাবের মতো য়্যুভেন্টাসও দলের ফুটবলারদের ফিরে আসার নির্দেশ দেয়।

সোমবার থেকে ক্লাবের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট। অবশ্য পুরোদমে প্র্যাকটিস কবে শুরু হবে সে বিষয়ে ক্লাব ম্যানেজমেন্ট এখনও কিছু জানায়নি।

তবে য়্যুভেন্টাসের হয়ে প্র্যাকটিসে নামার আগে ১৪ দিন গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনালদোকে। এখন পর্যন্ত য়্যুভেন্টাসের তিন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। মাতুইদি আর ড্যানিয়েল রুগানি সেরে উঠলেও এখনও চিকিৎসাধীন পাওলো দিবালা।

Exit mobile version