Site icon Jamuna Television

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই

করোনার ভয়াল থাবায় মানুষ এখন গৃহবন্দি। দেশে প্রায় ১১ হাজার করোনা রোগী শনাক্ত। এরমাঝে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। মঙ্গলবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৫ হাজার ২২৬ জন। পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি।

লালবাগে ৮৯, ওয়ারিতে ৪৯, গেন্ডারিয়ায় ৫৬ ও শাঁখারিবাজারে ২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। বংশালে ৬৩, চকবাজার ৪৩ ও চানখারপুলে ৩৬ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত। মিরপুর-১৪-তে-৩৯, মিরপুর-১১-তে ৩৩ ও টোলারবাগে ১৯ জনের করোনা শনাক্ত।

এছাড়া, রাজারবাগে-১৯৬, যাত্রাবাড়ীতে-১৪৩, মোহাম্মদপুরে-১০৪, মহাখালী-১১১, উত্তরায়-৭০, মুগদা-১২১, শাহবাগে- ৫৪, তেজগাঁওয়ে-৭৯, বাসাবো-৪৩, ধানমন্ডিতে-৪৬ ও গুলশানে-৪১ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Exit mobile version